শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর

Kaushik Roy | ১১ জানুয়ারী ২০২৫ ১৪ : ৪৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: রাজ্য সরকারের নিষেধাজ্ঞাকে অমান্য করে সরকারি 'খাস' জমি থেকে মাটি কেটে নিচ্ছে মুর্শিদাবাদের বহরমপুর থানার রাজধরপাড়া অঞ্চলের বেশ কিছু মাটি মাফিয়া। গত কয়েকদিন ধরে ক্রমাগত এই ঘটনা চলতে থাকায় শনিবার পথে নামলেন নগরাজোল - মাঠপাড়া গ্রামের বাসিন্দারা। শনিবার সকালে মাটি কেটে নিয়ে যখন কিছু মাটি মাফিয়া ট্রাক্টরে করে তা পাচার করার চেষ্টা করেছিল সেই সময় গ্রামবাসীরা বাধা দেন। আটকে দেওয়া হয় মাটি ভর্তি ট্রাক্টরগুলো। খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ, গত বেশ কিছুদিন ধরে রাজধরপাড়া অঞ্চলের বোয়ালিয়াডাঙ্গা, মাঠপাড়া, নগরাজোল-সহ বেশ কিছু এলাকার সরকারি খাস জমি থেকে বেআইনিভাবে প্রকাশ্য দিবালোকে 'অর্থ মুভার' ব্যবহার করে মাটি কেটে নিচ্ছে বেশ কিছু মাটি মাফিয়া।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে নাগরাজোল থেকে শীলপুকুর পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার রাস্তা ৮ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত বেআইনিভাবে কাটা মাটি নিয়ে ট্রাক্টর চলায় নতুন তৈরী হওয়া এই রাস্তা ইতিমধ্যে ভেঙে যেতে শুরু করেছে। আর এই কারণেই বিক্ষোভ গ্রামবাসীদের। তাদের বক্তব্য, স্বাধীনতার ৭৫ বছর পর এলাকার মানুষ গ্রামে প্রথম পাকা রাস্তা দেখতে পেয়েছেন। কিন্তু মাটি মাফিয়াদের দাপটে সেই রাস্তাও ভেঙে যাচ্ছে। শনিবার সকালে বিক্ষোভ দেখানোর সময় স্থানীয় বাসিন্দারা বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে বেআইনিভাবে মাটি কাটা বন্ধ করার বিষয়টি নিয়ে আমরা একাধিকবার আবেদন জানিয়েছি।
কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে প্রশাসন সব জেনেও সরকারি জমি থেকে এবং বেআইনিভাবে মাটি কাটা বন্ধ করতে কোনও ব্যবস্থা নিচ্ছে না। তাই বাধ্য হয়ে আজ আমরা পথ অবরোধ করতে এবং বেআইনিভাবে চলা ট্রাক্টরগুলোকে আটকে দিতে বাধ্য হয়েছি। তৃণমূল কংগ্রেসের রাজধরপাড়া অঞ্চল সভাপতি রবিউল ইসলাম বলেন,' আমরা জেনেছি সরকারি জমি নয়, ব্যক্তিগত জমি থেকে কিনে কিছু মানুষ ওই গ্রাম থেকে মাটি তুলে অন্যত্র পাঠাচ্ছিল। এর পাশাপাশি পঞ্চায়েত অফিস তৈরির জন্য কিছু মাটির প্রয়োজন ছিল ,তা ওই এলাকা থেকে নেওয়া হচ্ছিল। তবে স্থানীয় গ্রামবাসীরা বাধা দেওয়াতে আপাতত ওই এলাকা থেকে মাটি নেওয়ার কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।'
নানান খবর

নানান খবর

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

কোথায় তৈরি হয়েছে এই হেরোইন! তাজ্জব পুলিশ, উদ্ধার প্রচুর সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলি

পালাতে গিয়েও হল না শেষরক্ষা, ভারত-পাক উত্তেজনার আবহে নদীয়ায় বড় সাফল্য পুলিশের

অডিও রেকর্ডারই আশার আলো, মাধ্যমিকে ৫০০ পার করল দুই দৃষ্টিহীন ছাত্র

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা